বৈরাটি গৌরী আশ্রম:
কেন্দুয়া উপজেলাধীন ১৩নং পাইকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামে বাংলা ১২৯৭ খ্রী: প্রতিষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের ধর্ম চর্চার কেন্দ্র বৈরাটি গৌরী আশ্রম। এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মদ্ভগবত গুরুদেব ভারত ব্রহ্মচারী।উনার স্বর্গবাসের পর পর্যায়ক্রমে আশ্রমের দায়িত্ব পালন করেন শ্রী শ্রী মৎ শঙ্করাণন্দ ব্রহ্মচারী, শ্রী শ্রী মন্টু গোস্বামী। বর্তমানে দায়িত্বে আছেন শ্রী শ্রী শুভানন্দ ব্রহ্মচারী। গুরুদেবগনের তিরোধান অনুষ্ঠানে এখানে হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে।
জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষে শ্রী শ্রী শংকরানন্দ ব্রহ্মচারী বাবার তিরোধ্যান উৎসব অনুষ্ঠিত হয় । ১২ই শ্রাবন শ্রী শ্রী মদ্ভগবত গুরুদেব ভারত ব্রহ্মচারী বাবার তিরোধ্যান অনুষ্ঠিত হয় । কাতিক মাসের দিবানিতা উৎসবে অষ্টপ্রহর সংকীতনে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে । কিন্তূ দু:খের বিষয় আশ্রমের আয়ের একমাত্র উৎস হল ভক্তগনের এবং স্থানীয় হিন্দুদের দান-দক্ষিনা। সরকারের সুদৃষ্টি থাকলে আশ্রমটির আরও উন্নয়ন ঘটবে ও ধর্ম চর্চার পথ সুগম হবে।
মোবাইল নং- ০১৭৩১২৬৬৯৪১ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস