সবজি চাষঃ
কেন্দুয়া উপজেলার ১৩নং পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া,নওহাটা,পেচুন্দুরী,বাড়লা,খালিজুড়া,পাড়াতলী,মজলিশপুর,সুন্দ্রাকান্দা,নওপাড়া,বৈরাটি ইত্যাদি গ্রামগুলোতে ব্যাপকহারে বিভিন্ন ধরনের সবজির চাষ হচ্ছে ।ইউনিয়নের প্রায় ৮৫হেক্টর জমিতে সারা বছর কৃষকরা সবজি চাষ করে ইউনিয়নের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী উপজেলা তাড়াইল ও নান্দাইলে বাজারজাত করা হয়। ইউনিয়নের সকল কৃষক সবজিচাষ ও অন্যান্য কৃষিবিষয়ক পরামর্শ নিতে পাইকুড়া ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রে আসে।
উপজেলা কৃষি অফিস ও সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা,আগ্রহ ও পরামর্শ পেলে কৃষি ক্ষেত্রে তথা সবজিচাষে পাইকুড়ার কৃষক পরিবার আরও একধাপ এগিয়ে যাবে বলে সকলের দৃঢ় বিশ্বাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস